ফেডারেশনের কার্যকমে সরকারী হস্তক্ষেপের কারনে শ্রীলংকান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা।
রোববার এক নোটিশের মাধ্যমে শ্রীংলকাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা।
জাতীয় ক্রীড়া ফেডারেশনের স্বায়ত্বশাসন ও স্বাধীনতার প্রতি শ্রীলংকান ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিত ভাবে হস্তক্ষেপ করে আসছিল। এর মধ্যে শ্রীলংকান ফুটবল ফেডারেশনও রয়েছে। এ মাসেই ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচন ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্ধারিত মান অনুযায়ী অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমে বেশ কয়েকজন মন্ত্রী ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।
এক চিঠিতে রোববার ফিফা জানিয়েছে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত শ্রীলংকা ফুটবল ফেডারেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার কারনে যেকোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেও শ্রীলংকা নিষিদ্ধ থাকবে। বর্তমানে শ্রীংলকার পুরুষ দল বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০৭তম ও নারী দল ১৫৫তম অবস্থানে রয়েছে।