ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়ার আহ্বান
দেশের শ্রম-কর্ম-পেশার মানুষের অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুব বাঙালি।
রোববার (১৮ আগস্ট ২০২৪) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠক কামরুজ্জামান অপু, তানসেন, অয়ন আমান, মশিউর রহমান দিপু, বাঁধন, অভি খান, মোহাম্মদ আলী পারভেজ, মুনতাসির সিয়াম, ওয়ালিদ হাসান ভুবন, আরিফুল হক, শরিফুল ইসলাম হৃদয়।
বিবৃতিতে বলা হয়, ঔপনিবেশিক আদলের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক এই অভ্যুত্থানকে অর্থবহ করে তুলতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়ে শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, এলোমেলোভাবে দাবি জানানোর যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে তা থেকে বের হয়ে শান্তিপূর্ণ উপায়ে দাবি উপস্থাপন ও সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
জুলাই ও আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা প্রণয়ন করার দাবি জানিয়ে তারা বলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার অভিপ্রায়ে যাতে কেউ অচলাবস্থা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।