বিশেষ সংবাদ

গনঅভ্যুত্থানে আহতদের ফ্রী ফিজিওথেরাপির ঘোষণা দিল বিপিএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গনঅভ্যুত্থানে আহতদের হাড় মাংশপেশী ও জয়েন্টের ব্যথা নিরাময় এবং যথাসম্ভব স্বাভাবিক জীবনে পূর্নবাসন(Rehabilitation) করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন।

দীর্ঘ ২৪ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে সরকারি হাসপাতালগুলোতে যেহেতু ফিজিওথেরাপিস্টবৃন্দ তথা ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দ(ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) /ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিএসপিটি) /এমপিটি/এমএসপিটি/পিএইচডি)নিয়োগ ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট পায়নি, সেহেতু পুরো ফিজিওথেরাপি সেক্টর দাড়িয়ে আছে বেসরকারি সেন্টারকে ভিত্তি করে।তাই আহত সকল জাতীয় বীরদের সম্মানসূচক বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করার জন্য বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এ্যাসোসিয়েশন (বিপিএ) এর তত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) ” বিভাগওয়ারী প্রতিটি জেলায় মাসব্যাপী(২৫ই আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ফিজিওথেরাপি সেন্টার নির্ধারণ করে দিয়েছে।

উক্ত সেন্টার সমূহ থেকে সম্মানসূচক বিনামূল্যে সকল আহত বীরদের ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার অনুরোধ করে বিবৃতি প্রদান করেন সংগঠনের নির্বাহী সভাপতি ডাঃ প্রদীপ কুমার সাহা  ও সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু ।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button