প্রধান সংবাদ

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আসিফ ইকবাল সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক শহীদ আসিফ ইকবাল সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে যুব বাঙালি

সোমবার (১৯ আগস্ট ২০২৪) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠক কামরুজ্জামান অপু, তানসেন, মশিউর রহমান দিপু, বাঁধন, অভি খান, মোহাম্মদ আলী পারভেজ, মুনতাসির সিয়াম, ওয়ালিদ হাসান ভুবন, আরিফুল হক, শরিফুল ইসলাম হৃদয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীনের নেতৃত্বে সংগঠকরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয় আসিফ ইকবাল। ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনরত ছাত্র-জনতা মিরপুর আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করে।

সেখানে থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ইকবালকে মৃত ঘোষণা করে। ওই রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি মাগুরায় শহীদ আসিফ ইকবালকে দাফন করা হয়।

আসিফ ইকবাল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, শহীদ আসিফ ইকবাল হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এতে ছাত্র-জনতাসহ দেশবাসী ভীষণভাবে মর্মাহত হয়েছে।

আমরা অবিলম্বে আসিফ ইকবাল সহ সকল শহীদদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। একই সঙ্গে আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও চিকিৎসা শেষে পূর্নবাসন করার দাবি জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button