বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে জামিনে মুক্তি পেয়ে আবারও ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতকালে আটক ৬

ডিবি পরিচয়ে ডাকতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেড়িয়ে আবারও একই পন্থা অনুসরণ করে প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতির।

সোমবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়ার মিয়ার বাড়ীর সামনে থেকে ৬ ভূয়া ডিবিকে গ্রেপ্তার হয়।

এ সময় তাদের কাছ থেকে শ্যাওলা কালারের ২ টি কটি, জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১টি জোরা হ্যান্ডকাপের চাবি, ১ টি পুরাতন অকেজো ওয়াকিটকি, ১ টি কাঠের তৈরী ওয়াকিটকি সদৃশ্য বস্তু, ১ টি কালো রংয়ের খেলনা পিল, ১ টি আর্মি পোষাকের সদৃশ্য কটি (জ্যাকেট), ১ টি সাদা রংয়ের নম্বর প্লেট, ১ টি লোহার তৈরী চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর হলো মো. গণিপুর রহমান মৃধা (৫৫), জামাল আকন (৩৬), মো. আবু সালে হাওলাদার (২৫), বিল্লাল (৩৬), আবু হানিফ (৩২) ও মো. ইউসুফ (২৭)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ (ডিবি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডিবির কটি পরিহিত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। তাদের প্রত্যাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগেও ডিবি পরিচয়ে গ্রেপ্তার হয়েছিল। জামিনে বেড়িয়ে আবারও ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button