বিশেষ সংবাদ
আদমজীনগরে আলিফ অর্থোপেডিক ফিজিওথেরাপি এন্ড নিউরো সেন্টারে ফ্রি “সাইকোলজিক্যাল কাউন্সিলিং”
আজ ২০ আগষ্ট ২০২৪ নারায়ণগঞ্জের আদমজীনগরে আলিফ অর্থোপেডিক ফিজিওথেরাপি এন্ড নিউরো শিক্ষার্থী এবং জনগনের মানসিক সুস্থতার জন্য ফ্রি “সাইকোলজিক্যাল কাউন্সিলিং” এর আয়োজন করা হয়।
প্রোগ্রামটিতে বিশেষজ্ঞ সাইকোলজিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মুহা: আশিকুর রহমান অয়ন।
এসময় উপস্থিত ছিলেন আলিফ অর্থোপেডিক ফিজিওথেরাপি এন্ড নিউরো সেন্টারে পরিচালক ডা: শাহাদাত হোসেন তৌহিদ, আলিফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ ন ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি, দৈনিক বজ্রধ্বনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ কমিউনিকেশন মো.রাকিবুল হাসান
প্রোগ্রামটিতে উপস্থিত রুগীরা জানান সাইকোলজিক্যাল সেশনের ফলে তারা মানসিক প্রশান্তি লাভ অনুভব করছেন। আজকের সাইকোলজিক্যাল সেশনের সেবা নিতে অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।