ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বৃক্ষরোপণ
২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এ্যাকটিভ হাই স্কুল প্রাঙ্গনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর জাতীয় যুগ্ম সমন্বয়কারী বাশরী ইসলাম, সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বিজয়া ইসলাম, যুগ্ম জেলা সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, মিডিয়া সেল এর সমন্বয়কারী রাকিবুল হাসান, আদমজী ইউনিটের আশরাফী ইসলাম, নাজিমউদ্দীন ভূইয়া কলেজ ইউনিটের তন্ময় সাহা, ইয়ুথ লীড গ্লোবাল এর মিডিয়া সেল এর সদস্য শফিকুল ইসলাম।