রেজাউল করিম রেজার সুস্থতা কামনায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো শাখার উদ্যোগে দোয়া
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: ১৭৫৩ গোদনাইল পদ্মা ডিপো শাখার উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি) বাদ আসর গোদনাইল পদ্মা ডিপো রোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে রেজাউল করিম রেজার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও গোদনাইল পদ্মা ডিপো শাখার উদ্যোগে ফজর বাদ ৬নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে রেজাউল করিম রেজার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এসময় দোয়া মাহফিলে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের সকল নেতৃবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এছাড়াও পদ্মা ডিপো শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহ্ তা’য়ালার দরবারে শুকরিয়া আদায়ে দোয়া করা হয়। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি হাজী জাহিদ হোসেন জানান, আমাদের শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ভাই গত বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ। আমরা মহান আল্লাহ’ তায়ালার দরবারে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আমাদের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ও মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। আমি শ্রমিক নেতৃবৃন্দ সকলের কাছে রেজা ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া কামনা করছি।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধক্ষ্য মনির হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক আসিফ হাসান হৃদয়, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সভাপতি রাকিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক রাজীব, টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম, সাংগঠনিক সম্পাদক সেন্টু প্রধান সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।