গাজায় আরও ৩৮ ফিলিস্তিনির রক্ত চুষে নিলো ইসরাইলি হায়েনারা
গাজা ভূখণ্ডে আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী।
গাজায় টানা ৩৪৬ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। সোমবার উপত্যকাটির নুসেইরাত শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়ে ১০ ফিলিস্তিনিকে হত্যা করে তারা। পশ্চিম গাজার সাবরা এলাকায় নারী-শিশুসহ হত্যার শিকার হয় তিন ফিলিস্তিনি। দের আল বালার আল বারাকা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই ফিলিস্তিনির প্রাণহানি হয়। এ নিয়ে গত ১২ মাসে ইসরাইলি হামলায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার ২২৬ জনে।
ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সতর্কবার্তা দিয়ে বলছে, গাজায় স্বাস্থ্য-ব্যবস্থার দ্রুত অবনতি হচ্ছে। ব্যাপক হারে বাড়ছে রোগের সংক্রমণ।
এদিকে গাজায় সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপনের জন্য মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। যদিও হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরাইলকে চাপ প্রয়োগ না করায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।