সোমবার পর্যন্ত অবস্থান কর্মসূচী স্থগিত করলো ফিজিওথেরাপি শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তিঃ

সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ (সফিশিপ) এর শুভেচ্ছা নিন
সফিশিপ বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা এবং সেবার উন্নয়ন নিয়ে কাজ করছে।
আপনারা অবগত আছেন যে, সফিশিপ এই উন্নয়নের লক্ষ্যে প্রায় ১ মাস ধরে কর্মসূচি দিয়ে আসছে
এবং তাঁরই প্রেক্ষিতে ১৮ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা ও
সেবা অধিদপ্তর) মহোদয় তার আলোচনা কক্ষে সফিশিপ এর একটি প্রতিনিধিবৃন্দের সাথে সভা
আহবান করেন। ফলে সফিশিপ তার কর্মসুচি তে পরিবর্তন এনে ১৮ই সেপ্টেম্বর ২০২৪ সকাল ৯
ঘটিকা হতে শান্তি সমাবেশ পালন এবং এর পাশাপাশি সফিশিপ তার প্রতিনিধিবৃন্দ মহাপরিচালকের
মৌখিক ভাবে নিমন্ত্রিত আলোচনা সভায় যুক্ত হন।
আজকের মহাপরিচালক মহোদয়ের সাথে মিটিং এর সারাংশ
শিক্ষক, পেশাজীবী এবং শিক্ষার্থী সমন্বয়য়ে একটি প্রতিনিধি দল কে মহাপরিচালক স্বাগতম জানিয়ে
আমাদের প্রত্যেক দাবি সম্পর্কে অবগন আছেন বলে অবহিত করেন এবং দাবি-সমূহ যৌক্তিক বলে
ব্যক্ত করেন। দাবি পুরনের লক্ষ্যে আগামী তিন কার্য দিবসের মধ্যে সফিশিপ এর প্রতিনিধি সহ দুটি
কমিটি করে (শিক্ষা এবং সেবা বিষয়ক) দ্রুততম সময়ের মধ্য দাবি ব্যস্তবায়ন করবেন বলে আশ্বাস্ত
করেন। ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক উচ্চতর শিক্ষা লাভের ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে
প্রতিনিধিবৃন্দের কে বলেন।
মহাপরিচালক মহোদয় এর উপর সম্মান প্রদর্শন করে, সফিশিপ আগামী সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪
তারিখ পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করে।
তবে সফিশিপ কোনো প্রকার মৌখিক আশ্বাসে আশ্বস্ত হবে না, কাজেই সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪
তারিখ এর মধ্যে যদি স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা অধিদপ্তর হতে দুইটি কমিটি গঠন না করা হয়, তাহলে
সফিশিপ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button