হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার লেবাননের আছে: চীন
যে কোনো হামলার বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আত্মমর্যাদা রক্ষার অধিকার আছে। বেইজিং বরাবরই একে সমর্থন জানায়। সোমবার নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল্লাহ বু হাবিবের সাথে বৈঠকে বেইজিংয়ের এই অবস্থানের কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সম্প্রতি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি। বিস্ফোরণজনিত ওই হামলার জন্য শুরু থেকেই ইসরাইলকে দায়ী করে আসছে লেবানন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাত ঘিরে চীন উদ্বিগ্ন জানিয়ে ওয়াং ই বলেন, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে লেবাননে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় চীন। এ ধরনের হামলাকে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন তিনি।
বল প্রয়োগ কখনোই ন্যায়বিচার হতে পারে না, সংঘাতের বিরুদ্ধে সংঘাতও মধ্যপ্রাচ্যে কোনো সমাধান বয়ে আনবে না উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কোনোভাবেই সমর্থন করে না বেইজিং।
গাজা যুদ্ধ কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ছে অভিমত জানিয়ে ওয়াং ই আরো বলেন, এই পরিস্থিতি সামাল দিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও সেখান থেকে ইসরাইলের সকল সেনা প্রত্যাহার করা জরুরি। একই সাথে ওই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিতে ফিলিস্তিন-ইসরাইল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা প্রয়োজন, বলেন তিনি।
বৈঠকে বন্ধু রাষ্ট্র হিসেবে লেবাননকে বরাবর সমর্থন দিয়ে যাওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বু হাবিব। জাতিসংঘে লেবাননের পক্ষে সোচ্চার থাকার জন্যও চীনকে ধন্যবাদ দেন তিনি।