মারাত্মক অভিযোগে বরখাস্ত হাথুরু; নতুন কোচ ফিল সিমন্স
বেশ কিছদিন ধরেই ছিল গুঞ্জন, চাকরি হারাতে পারেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে শান্তরা ভালো করায় সে বিষয়টা চাপা পড়ে গিয়েছিল খানিকটা।
তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর আবারও নড়েচড়ে বসে বিসিবি। এবার আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন হাথুরুসিংহে। মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
ফারুক জানান, না জানিয়ে ছুটি কাটানোর পাশাপাশি বিশ্বকাপের সময় বাংলাদেশ ক্রিকেট দলের এক ক্রিকেটারের গায়ে হাত তোলায় তাকে সাসপেনশন নোটিস পাঠিয়েছে বিসিবি। হাথুরুর জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হচ্ছেন ক্যারিবীয়ান কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তার সাথে চুক্তিতে যাবে বাংলাদেশ।
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।