নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শনে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে এসেছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের নেতৃত্বে পরিদর্শনে করেন দলটি।
প্রথমে প্রতিনিধি দলের সদস্যরা শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করেন। পরে শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল লেক, জিমখানা লেক পরিদর্শন করেন। সেই সঙ্গে পরিদর্শন শেষে দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন এবং পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার, কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক, নাসিক সিও শহীদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইশিতা এ অবনী প্রমুখ।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনাগুলো ভালো এবং সুদূরপ্রসারী। তবে দেশে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।