দ্রুততার সাথে সংস্কারের পর নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

গণঅভ্যুত্থানের সুফল পেতে দ্রুততার সাথে সংস্কারের পর নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় যেন অর্থবহ হয় তার ব্যবস্থা করতে হবে । এজন্য গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি করেন তিনি ।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জনগণের সত্যিকারের মুক্তি দরকার। ছাত্র-জনতার এ বিপ্লব ব্যর্থ হবে না বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশেষ কোন গোষ্ঠীর এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার বিভ্রান্ত হলে গণ অভ্যুত্থানের অর্জন বিফলে যাবে। কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না জনগণ।

আর বর্তমান সরকার ভুল করলে পুরো জাতিকে এর কাফফারা দিতে হবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button