খেলা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলতে পারবে না মেসির উত্তরসূরীরা

অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার গ্রুপ পর্বে চতুর্থ হয়েছে আর্জেন্টিনা। আর তাতেই কোপা আমেরিকা থেকে বিদায় নিশ্চিত হয়েছে লিওনেল মেসিদের উত্তরসূরিদের। অবশ্য কেবল কোপা আমেরিকা থেকেই বিদায় হয়নি আর্জেন্টিনার সেই সঙ্গে আসন্ন ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও অংশগ্রহণ করতে পারবে না। চলতি বছর ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।

অনূর্ধ্ব-২০ কোপার দুটি গ্রুপে পাঁচটি করে মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটা গ্রুপ থেকে তিনটি করে দল ফাইনাল রাউন্ডে উঠে। সেখান থেকে দুই গ্রুপ থেকে উঠে আসা ছয়টি দলের মধ্যে লড়াই হয়। আর সেখান থেকে শীর্ষ চার দল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নেয়।

শনিবার (২৮ জানুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে, দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলের ব্যবধানে হারে। তবে তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানের হারিয়ে পরের রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে। কিন্তু বাঁচা মরার লড়াইয়ের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হারে লিওনেল মেসিদের উত্তরসূরীরা। আর তাতেই গ্রুপ ‘এ’তে চতুর্থ হয়ে শেষ করে আর্জেন্টিনা।

২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অবশ্য প্রথমবারের মতো কোয়ালিফাই করতে ব্যর্থ হয়নি আর্জেন্টিনা। এর আগেও পাঁচবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় আলবেসিলেস্তেরা। ১৯৭৭, ১৯৮৫, ১৯৮৭, ২০০৯ এবং ২০১৩ সালে আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button