অস্তিত্বহীন আওয়ামী লীগ, ছাত্র-জনতার দখলে রাজপথ

শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ঘোষিত সমাবেশকে সামনে রেখে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। তারা আওয়ামী লীগ ও স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এর আগে, বাংলাদেশে গণতন্ত্র পুনুরুদ্ধারে জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দেয় আওয়ামী লীগ। পালটা কর্মসূচি ডেকে আওয়ামী লীগের সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ‘স্বৈরাচারী’ ও পতিত আওয়ামী লীগকে বাধা দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ রুখে দিতে মাঠে রয়েছে পুলিশ ও বিজিবি।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও বিভিন্ন মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। আওয়ামী লীগের কেউ যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে বিভিন্ন পরিবহণের যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে রাজধানীর শাহবাগসহ কয়েকটি এলাকাতেও বিএনপির নেতাদের অবস্থান নিতে দেখা গেছে। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন আওয়মীলীগ কর্মী এলে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশ দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে শাহবাগে অবস্থান নিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button