পত্রিকা অফিসে হামলা হলে তা দেখবে সরকার: উপদেষ্টা নাহিদ
![](https://dailynayeralo.com/wp-content/uploads/2024/11/23-11-24-2-9-2411261242.jpg)
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পত্রিকা অফিসে ভাঙচুর হলে বা চাপ প্রয়োগ করলে সেটা অবশ্যই আইনগতভাবে দেখা হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় ল’ অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি হয়েছে তা সরকার দেখবে এবং যথাযথ ভূমিকা পালন করবে বলেও তথ্য উপদেষ্টা উল্লেখ করেন।
পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা নাহিদ আরো বলেন, পুলিশ যেন আগের মতো না হয়। সেজন্য এই বাহিনীকে জনগনের পুলিশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়িতে সংঘর্ষের ঘটনায় কোনো শিক্ষার্থী নিহত না হলেও, তা নিয়ে বিগত সরকারের ছাত্র সংগঠন অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।