১৬ ঘণ্টায় তিনবার দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি ১৬ ঘণ্টার ব্যবধানে তিনবার দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে প্রথমবারের দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলমও।  এসব দুর্ঘটনা তাদের গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এরপর গুলিস্তানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। এর আগে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী গাড়িকে একটি ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button