সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর অভিযোগ

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় লিলি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার চান্দু মাধবরের সঙ্গে তাদের বিরোধ চলছিল। আদালতে জমির মালিকানার পক্ষে রায় পাওয়ার পর জমিতে গেলে চান্দু মাধবর, তার ছেলে মনির হোসেন, গণি মিয়া ও ওয়াদুদসহ বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে চালানো এ হামলায় আশাবুদ্দিন (৫৫), তার ছেলে মো. নাঈম (৩৪), নাজমুল (৩২), ইমু (৩০), রোমান হোসেন (২৪) এবং লিলি বেগম (৫০) গুরুতর আহত হন। পরে সোমবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, রবিবার লিলি বেগমের সন্তানদের থানায় আহত অবস্থায় আনা হয়। তারা আহত হওয়ার ঘটনায় অভিযোগ দেয়। একইসময়ে তাদের বিরুদ্ধে এক পক্ষ চাঁদাবাজির অভিযোগ দেয়। আমরা দুইপক্ষকে বলেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জানতে পেরেছি, সোমবার লিলি বেগম এক হাসপাতালে হার্ট এট্যাক এর কারণে মৃত্যুবরণ করেছেন। তার সন্তানরা এটি গতকালের ঘটনার সাথে সম্পর্কিত বলছে। এনিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button