সোনারগাঁয়ে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করল পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বরের মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির।

১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায়  মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে বিজয়ে নির্মিত স্মৃতি বিজয় স্তম্ভ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়

এসময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফজলুল হক ভূঁইয়া, মহাসচিব মীযানুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,প্রচার সম্পাদক মোক্তার, আদনান ইমরান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এ দিনে পাকিস্তানি বাহিনী যখন দেখেছে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা দেশের সূর্য সন্তানদের হত্যা করা শুরু করে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালায় কিন্তু এত কিছু করেও তাদের পরাজিত হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button