আত্মসমর্পণ করেছে কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া ডাকাতরা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে সেখানে ডাকাতদল হানা দেয়। বিকাল পাঁচটার পর তারা যৌথবাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণের সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি ভেতরে। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র‍্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।

ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে র‍্যাব–পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে ধরে। ডাকাত হানা দেয়ার খবরে ব্যাংকের আশপাশে ভিড় জমান লোকজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button