সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐকমত বাংলাদেশ-পাকিস্তান
![](https://dailynayeralo.com/wp-content/uploads/2024/12/462572198-882961943689850-6579650079451772317-n-20241219150459-2412191155.jpg)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বৈঠকে ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এই সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন- আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি, যাতে আমরা এগিয়ে যেতে পারি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয় সমাধান করা উচিত।’
পরে শাহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে।তবে যদি অন্য কোনো সমস্যা থাকে তিনি সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
এছাড়াও, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন দেশ দু’টির সরকার প্রধান।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসর যান ড. মুহাম্মদ ইউনূস। ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশ নিতে মিসর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়।