পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন হাসান আরিফ

 

মুমতাহিনা চৌধুরী
করেসপনডেন্ট, চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার, বেলা তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগজনিত কারণে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূমি মন্ত্রণালয়ের একান্ত সচিব মো. নাছির উদ্দিন প্রথম আলোকে জানান, হাসান আরিফ বেলা ৩টা ১০ মিনিটে মারা যান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। পরবর্তীতে তিনি ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও গ্রহণ করেন।

হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশায় যুক্ত ছিলেন এবং ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button