‘ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না’-জামায়াতের নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়। তিনি বলেন, ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিজম ও ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না। শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ফ্যাসিজম ও ফ্যাসিবাদ এ দেশে আর হবে না। বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। ২০২৫ সালের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সেটাই জাতির প্রত্যাশা।

 

 

ডা. তাহের বলেন, নারীর অধিকার ও সংখ্যালুঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালুঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোন কিছু চাপিয়ে দেবো না। প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button