বোয়ালখালীতে মসজিদ কমিটিকে কেন্দ্র করে পতিত আওয়ামীলীগের দোসর কতৃক মোটরসাইকেল জিম্মি ও ভাঙচুর!

২১ ডিসেম্বর ২০২৪ মুমতাহিনা চৌধুরী চট্টগ্রাম ডেস্ক।

স্থানীয় সূত্রে যানা যায় ; গত ২০ডিসেম্বর ২৪,শুক্রবার বোয়ালখালী উপজেলার জোষ্টপুরাস্থ ৮নং খরন্দিপ ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের শেখপাড়া জামে মসজিদে নতুন কমিটি গঠন কে কেন্দ্র করে পতিত আওয়ামীলীগের দোসরেরা জোড়পূর্বক মসজিদ কমিটি গঠনের চেষ্টা করে এবং একটি মোটরসাইকেল জিম্মি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলাকারীদের সম্পর্কে স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে যানা যায় বিগত ১৬বছর ধরে আওয়ামিলীগ এর ক্ষমতাবলে মসজিদ কমিটিকে নিজেদের জিম্মায় রাখে। গত ৫অগাস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পর তাদের বিভিন্ন নেতারাও গা ঢাকা দেয়। এরপর এলাকাবাসীর সিদ্ধান্তে নতুন মসজিদ কমিটি গঠনের স্বীদ্ধান্ত নেওয়া হয়। তার’ই প্রেক্ষিতে প্রত্যেক পাড়া থেকে ৫জন করে নিয়ে ২০সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সে আহবায়ক কমিটির প্রধান দায়িত্ব নেন শাহ আলম মাস্টার এবং একটি মিটিং ডাকেন, উক্ত মিটিংয়ে আলোচনা করা হয় যে নব্য মসজিদ কমিটির সভাপতি নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করা হবে। এরপর সকলকে প্রস্তাব রাখতে বলা হলে উক্ত আহবায়ক কমিটির একজন সদস্য ইলিয়াস প্রস্তাব রাখেন যে, যেহেতু এই মসজিদের দায়িত্ব পূর্বে মাওলানা আনসার আলী সাহেবের বংশধরেরা ছিলেন সেক্ষেত্রে তাদের বংশের পূত্র এমদাদ আনসারী কে সভাপতির দায়িত্ব দেওয়া হোক। উক্ত আহবায়ক কমিটির ১৮জন হাত উপরে তুলে এমদাদ আনসারীর পক্ষে সমর্থন দেন।

এরপর মসজিদ কমিটির রেজিস্ট্রি খাতায় আহবায়ক কমিটি প্রধান শাহ আলম মাস্টার এমদাদ আনসারীর নাম যুক্ত করে দেন। এরপর, সাধারণ সম্পাদক এর পদ এর জন্য উক্ত আহবায়ক কমিটির জৈনক ব্যাক্তি আজগর বলেন যে আমার ভাইপোকে (নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী) সাধারণ সম্পাদক রাখতে হবে। উক্ত কমিটির বাকিরা বলে এটি ভোটের মাধ্যমেই নির্বাচন করা হবে। কিন্ত আজগর সে বিষয় মানবে বলে হট্টগোল লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে খাতা টেনে নিয়ে ছিড়ে ফেলে। এমতাবস্থায় এমদাদ আনসারী সকলকে শান্ত থাকার লক্ষ্যে শাহ আলম মাস্টার এর সাথে কথা বলে উক্ত সভা স্থগিত করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সকলকে চলে যেতে বলেন এবং স্থানীয় টি এন ও’র সাথে আলাপ করে এরপর স্বীদ্ধান্ত নেওয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

কিন্ত গত ২০ ডিসেম্বর, শুক্রবার পূর্বের সকল সীদ্ধান্তকে উপেক্ষা করে স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রহমানের ভাই মাওলানা আব্দুস সমদ (ওলামালীগ) কে সভাপতি করার একটা পায়তারা করলে স্থানীয়রা এমদাদ আনসারীকে খবর দেয়, স্থানীয়দের নিয়ে এমদাদ আনসারী মসজিদে উপস্থিত হয়ে তাদের বুঝানোর চেষ্টা করলে তারা চড়াও হয়ে উঠে এবং এক পর্যায়ে স্থানীয়দের উপর হামলা করে বসে ও একটি মোটরসাইকেল জিম্মি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

উক্ত পরিস্থিতি স্বাভাবিক এর বাইরে চলে গেলে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এমদাদ আনসারীর সাথে কথা বলে জানা যায় এর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিয়ে চূড়ান্ত একটি বিহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button