লিটনের ইতিহাস গড়া সেঞ্চুরি; ঢাকার সংগ্রহ ২৫৪

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে সকালে, যেখানে রাখা হয়নি টাইগার ব্যাটার লিটন দাসকে। আর, এদিনই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। যেখানে ছিল ১০টি চার এবং ৯টি ছয়ের মার।

শুধু লিটনই না সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। আর এর সুবাদে অভিনব রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে তারা ২০ ওভারে সংগ্রহ করেছে ২৫৪ রান যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসীভাবে ব্যাট করতে থাকেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। তারা দুইজনে মিলে গড়েন ২৪১ রানের জুটি। যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

রাজশাহীর হয়ে দিনের একমাত্র উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button