চট্রগ্রামে Sos Outfitters Ltd এ বেতন কাঠামো নিয়ে আন্দোলন
চট্রগ্রাম কর্নফুলি ইপিজেড Sos outfitters Ltd এ শ্রমিকরা ছুটির বকেয়া টাকা, বেতন বাড়ানো সহ নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলে বিকেল তিনটার সময় প্রশাসনিক শাখা থেকে মিটিং এর আয়োজন করা হয়।
মিটিং এর এক পর্যায়ে শ্রমিক ও মালিক পক্ষে কথা কাটাকাটি হয়। ঝামেলার এক পর্যায়ে দাবি বাস্তবায়ন না করে মিটিং সমাপ্ত করে। মালিক পক্ষ ১৭ দফা দাবির মধ্যে প্রায় সকল দাবি মেনে নেয়। কিছু গুরুত্বপূর্ণ দাবি না মানার কারনে শ্রমিকরা আন্দোলন আরো জোরদার করে। এই পরিস্থতির মধ্যে মালিক পক্ষের হয়ে শ্রমিকদের বিরুদ্ধে গিয়ে মাসুদ ও সওকত সহ ১০-১৫ জনের একটা গ্রুপ শ্রমিকদের সাথে হাতাহাতি করে একপর্যায়ে শ্রমিকরা সওকতকে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠায়।
ঐসময় শ্রমিকদের বলতে শোনা যায়, মাসুদ ও সওকত খুনি হাসিনার দালাল তোরা গার্মেন্ট ছার।
শ্রমিক নেতা সোহাগ বলেন আজকের ঘটনা অত্তন্ত দুঃখজনক, এই ঘটনা পরিকল্পিত বলে আমি মনে করি শ্রমিকদের কে দিয়ে শ্রমিক হামলা অত্যন্ত দুঃখজনক, যারা আহত হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা, তবে একটা পক্ষ মাসুদ, সওকত প্রকাশ সহ ২০ /৩০জনের একটা গ্রুপ খুনি হাসিনার শ্রমিক লীগ করা দালাল চক্র এই ঘটনার জন্য দায়ী। তারা গার্মেন্টসকে অস্থিতিশীল করার জন্য এই হামলা করে,এতে আকাশ, উর্মী সহ পাচ ছয়জন আহত হয়েছে। আমরা শ্রমিকরা চাই আমাদের ন্যায্য অধিকার। আর কিছু চাইনা ও এই হামলা কারিদের বিচার হওয়া জরুরি।