‘বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস’
বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্ত নিরাপত্তায় বিজিবির কাছে সবসময় প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনায় অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি? কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই। তাদের কাছে আছে প্রাণঘাতী অস্ত্র। সেটা ওই ঘটনায় তারা ব্যবহার করতে পারেনি।’
তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ রয়েছে। কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি। কেননা, বিজিবির কাছে এগুলো নেই, তারা কীভাবে এগুলো ব্যবহার করবে? আমরা এখন বিজিবিকে অনুমতি দিয়ে দিয়েছি— তাদের জন্য এসব জিনিস কেনা হবে। প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো যেসব জিনিস প্রয়োজন, সেগুলো তাদের জন্য কেনা হবে।’
সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেখানে বড় ধরনের কোনও সমস্যা নেই। আমরা বিষয়গুলো মনিটরিং করছি, যাতে করে সীমান্ত এলাকায় কোনও ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে।’