রূপগঞ্জে ব্যানার-ফেস্টুনসহ নরসিংদী ছাত্রলীগের ১০ সন্ত্রাসী আটক

ব্যানার-ফেস্টুনসহ রূপগঞ্জে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের নরসিংদী ১০ নেতা আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক।

আটককৃতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী মোহাম্মদ ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী তারেক আকন্দ (২৮), একই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী জাহিদ হাসান (২৫), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য সন্ত্রাসী মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সন্ত্রাসী ফরহাদ আফ্রাদ (১৮), মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য সন্ত্রাসী জাহিদ মোল্লা (২৪), মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী মাহবুব হোসেন মনির (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য সন্ত্রাসী মোহাম্মদ আমিনুল ইসলাম (২৬) এবং বেলাব ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী তৌফিক ভূঁইয়া (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইয়েস গাড়ি থেকে তাদের গ্রেফতার করে। সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়। তারা কি কারণে এগুলো নিয়ে এসেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button