‘সারাদেশে ৮০০ আয়না ঘর থাকতে পারে, সব খুঁজে বের করা হবে’

বাংলাদেশে যতোগুলো আয়না ঘর ছিলো, সব খুঁজে বের করা হবে। ঢাকা ও ঢাকার বাইরে প্রায় সাত থেকে আট শ’ আয়না ঘর ছিলো বলে ধারণা করা হচ্ছে। আয়না ঘর কেন্দ্রিক সব গুম-খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত ছিলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জুলাই আন্দোলনের হত্যাকান্ডের সাথেও শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি জড়িত ছিল বলে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টের সবগুলো সুপারিশই সরকার বাস্তবায়ন করবে বলেও জানান প্রেস সচিব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শেখ হাসিনার আমলে দেশে-বিদেশে সবচেয়ে সমালোচিত আয়না ঘর পরিদর্শনে যান। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সারা দেশে প্রায় সাত-আটশ’ আয়না ঘর থাকার কথা জানিয়ে, গত ১৫ বছরে গুম-খুনের সাথে যারা জড়িত ছিলো, তাদের খুঁজে বের করার কথা সরকারের পক্ষ থেকে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

এছাড়া জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টে জুলাই হত্যাকান্ডের সাথে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার বিষয়েও কথা বলেন প্রেস সচিব।

এছাড়া চলমান যৌথবাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারও যেন মানবাধিকার ক্ষুণ্ন না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button