নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদেরকে শারীরিক লাঞ্চিত করণের অভিযোগ উঠে এই নেতার বিরুদ্ধে। যা নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন রেল স্টেশন মাস্টার এটিএম মুছা।

অভিযোগ বিষয়ে জানা যায়, মাহমুদুল হাসান চৌধুরী (সুমন) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।

সর্বশেষ, গত ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয় সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হল।

যুবদলের কোনো নেতা-কর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button