রমজান উপলক্ষে আগামীকাল থেকে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ

রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য আগামীকাল থেকেই দুধ, ডিম ও মাংস স্বল্পমূল্যে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা শহরের ২৫টি স্থানে এবং সারাদেশে বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার সাভারের ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরির ৫ তলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, সরকার আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চায়। বাজার এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি। তাই আমাদের প্রতিষ্ঠানগুলো কমমূল্যে এসব খাদ্যদ্রব্য সরবরাহ করবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা। পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমীতে শহীদ সাফওয়ান এর গেট উদ্বোধন এবং টিএমআর পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button