হাল্ট প্রাইজ সিআইইউ ২০২৫: বিজয়ী Adeptus Stratigica

মুমতাহিনা চৌধুরী – করেসপনডেন্ট, চট্টগ্রাম
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো “হাল্ট প্রাইজ সিআইইউ ২০২৫” এর মূল পর্ব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর জামালখানস্থ সিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরিন মাহমুদ ও নাহিয়ান চৌধুরী।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাসফিয়া মেহনাজ অতিথি, কাজী আদেল এবং রুমাইয়া শাহীন চৌধুরী। তাঁদের বিচক্ষণ মূল্যায়নে চ্যাম্পিয়ন হয় Adeptus Stratigica, প্রথম রানারআপ হয় The Finest, এবং দ্বিতীয় রানারআপ হয় Trifecta Pitch।
ফাইনালে অংশ নেওয়া পাঁচটি দল—Elevator X, Trifecta Pitch, The Finest, Adeptus Stratigica ও 4 Musketeers— কঠিন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের ধারণা উপস্থাপন করে। বিচারকরা তাদের আইডিয়া মূল্যায়ন করে পরামর্শ ও অনুপ্রেরণা দেন।
বিচারকমণ্ডলী:
তাসফিয়া মেহনাজ অতিথি: হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন, মারিকো বাংলাদেশের “ওভার দ্য ওয়াল” প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট, এবং আইএসসিএ বাংলাদেশ-এর সিএসসিএ।
রুমাইয়া শাহীন চৌধুরী: ইউনিলিভার বাংলাদেশে ইউএলআইপি ইন্টার্ন (এইচআর), বার্জার পেইন্টস লিমিটেডের প্রাক্তন এইচআর ইন্টার্ন, ২০২৩ সালের হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস চ্যাম্পিয়ন।
কাজী আদেল: প্যাসিফিক জিন্সের সাপ্লাই চেইন বিভাগের সহকারী ব্যবস্থাপক এবং সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার (CSCM), ISCEA, USA।
প্রতিযোগিতার আয়োজক দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে ছিলেন আজরা করিম, মুহাইমিনুল ইসলাম, সারাহ্ নূর দোভাষ, সিদরাতুল ওয়াসিফ, শাহরিন মাহমুদ, সাফায়েত ফাহিম, মোবাশ্বির মাহবুব, নাহিয়ান চৌধুরী নুরিন, অর্চিতা সেন গুপ্তসহ আরও অনেকে।
পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা:
হাল্ট প্রাইজ সিআইইউ ২০২৫-এর পৃষ্ঠপোষকতা করেছে PFEC Global ও Knight Riders Motors, গিফট পার্টনার হিসেবে ছিল পূর্ণতা, এবং মিডিয়া পার্টনার ছিল CTG Post।
ক্যাম্পাস ডিরেক্টর আজরা করিম বলেন, “বিশ্ব পরিবর্তনের লক্ষ্যে উদ্ভাবনী আইডিয়া নিয়ে লড়াই করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। যদিও এটি আমাদের প্রথম আয়োজন, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাঁদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করছি।”
চিফ অফ স্টাফ সারাহ্ নূর দোভাষ বলেন, “আমি চাই আমাদের প্রতিযোগীরা তাঁদের আইডিয়াগুলো আরও গবেষণার মাধ্যমে বাস্তবায়ন করুক এবং জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠিত করুক।”
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল ও সামাজিকভাবে কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পান, যা ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাবে।