‘বাজারে সয়াবিন তেলের সরবরাহ দুই-একদিনের মধ্যে স্বাভাবিক হবে’

ভোজ্যতেলের বাজারে চরম সংকটের কথা স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সয়াবিন তেলের সরবরাহ দুই-একদিনের মধ্যে স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, খাদ্যপণ্যের ভেজালের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার (৩ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এসব কথা জানান দুই উপদেষ্টা।
রমজানের শুরু থেকেই চড়া ইফতার ও সেহরির নিত্যপণ্যের বাজার। খাদ্যপণ্যে ভেজাল নিয়েও আলোচনা কম নয়। সরেজমিনে বাজারের সার্বিক খোঁজখবর নিতে সোমবার রাজধানীর টাউনহল কাঁচাবাজারে পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা।
শাকসবজির বাজার থেকে শুরু করে মুদি দোকান, বিক্রেতাদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা। খোঁজ নেন সয়াবিনের বাজার পরিস্থিতির। পরে সাংবাদিকদের জানান, বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই।
এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে বিএসটিআই।
এদিকে, উপদেষ্টারা চলে যাওয়ার পরই বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দোকানিরা। দাম নিয়ন্ত্রণে খুচরা পর্যায়ে তদারকি বাদ দিয়ে পাইকারি মোকামে নজরদারির তাগিদ দেন খুচরা বিক্রেতারা।