ফতুল্লায় বন্ধ মাষ্টার টেক্সটাইল গার্মেন্টস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লা থানার কেতাবনগরে অবস্থিত বন্ধ মাষ্টার টেক্সটাইল গার্মেন্টস চালু ও শ্রমিকের বকেয়া আইনানুগ যাবতীয় পাওনাদি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০ টায় চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কারখানার শ্রমিক জোসনা আক্তারের সভাপতিত্বে অবস্থান চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়্যণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, পোশাক ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহিন, গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অঞ্জন দাস, জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, রি—রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ জেলার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শাখার সহসভাপতি শহীদুল ইসলাম, কারখানার শ্রমিক আবুল হোসেন, শাহীন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মালিক কর্তৃপক্ষ গত ২৮ নভেম্বর ২০২৪ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৮(ক) অনুযায়ী কারখানাটি আকস্মিক বন্ধ ঘোষণা করে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক তিন মাস অতিবাহিত হলেও শ্রমিকদের আইনগত ন্যায্য প্রাপ্য পাওনাদি প্রদান করেনি। সংকট নিরসনের কারখানার শ্রমিকরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জ, জেলা প্রশাসকের কার্যালয়, শিল্প পুলিশ সরকারি দপ্তরগুলো বরাবর অভিযোগ প্রদান করেন। তারপরেও শ্রমিকের আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধে মালিক তালবাহানা করছে। সরকারি দপ্তরগুলোও এখনও সংকট নিরসন করেনি। শ্রমিকরা বর্তমানে চাকুরিহারা হয়ে অনিশ্চিত পরিস্থিতিতে আছে। আইনানুগ পাওনাদি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। নেতৃবৃন্দ দ্রুত শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধ করার জন্য শ্রম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ও বিকেএমইএ—কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button