‘আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারো নেই’

আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর অধিকার কারো নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টুরিস্ট পুলিশের মতবিনিময় শেষে তিনি একথা বলেন।

পাঁচ আগষ্ট সরকার পতনের পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ পরিস্থিতির কিছুটা উন্নতির দাবি করলেও এখনো চলছে মব জাস্টিস। এমনকি মব জাস্টিস থেকে রেহাই পাচ্ছে না পুলিশও।

মব জাস্টিস কমছে না। বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিসসহ বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি দ্বিমত করব না হচ্ছে। তবে যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের ওপরেও হামলা হচ্ছে। এক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। জনগণ এমন উচ্ছৃঙ্খল হয়ে গেলে অনেক সময় কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা যায় না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মব জাস্টিস বন্ধে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে যাতে করে মব জাস্টিসের মতো ঘটনা না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর আছে। যে জায়গায় মব জাস্টিস হচ্ছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

ন্যায় বিচার প্রতিষ্ঠা, পুলিশ-বিচার বিভাগের স্বাধীনতা ও জুলাই অভুত্থানে আহত-নিহতের মামলার বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button