আবার অশান্ত মনিপুর!

আবার অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত ও ৪০ জন আহতের জেরে পরিস্থিতি থমথমে। অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে কুকি-জো জাতিগোষ্ঠীর নেতারা।

আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অন্তত ২৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৮ মার্চ শনিবার (৮ মার্চ ) থেকে মনিপুরের রাস্তাঘাট পুরোপুরি স্বাভাবিক করার নির্দেশ পালনে সেনা আর পুলিশ সদস্যরা রাস্তায় নামলে প্রতিরোধের মুখে পড়েন। রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় রাস্তা অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর নারীরা। আইন-শৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ছুঁড়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। যানবাহন ভাঙচুর করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে এসময়। এক তরুণ নিহত হলে সংঘর্ষ মনিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

নবগঠিত কুকি-জো কাউন্সিল কেজ়েডসির বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ফেরাতে কুকিদের রাজনৈতিক দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সরকারের অবাধ চলাচল উদ্যোগের তীব্র বিরোধিতা করা হবে। বাফার জ়োনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিপক্ষ মেইতিদের অবাধ চলাচল বন্ধ রাখতে চাচ্ছেন কুকিরা। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর সেখানে শুরু হয়েছে রাষ্ট্রপতি শাসন। দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button