আবার অশান্ত মনিপুর!

আবার অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত ও ৪০ জন আহতের জেরে পরিস্থিতি থমথমে। অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে কুকি-জো জাতিগোষ্ঠীর নেতারা।
আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অন্তত ২৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৮ মার্চ শনিবার (৮ মার্চ ) থেকে মনিপুরের রাস্তাঘাট পুরোপুরি স্বাভাবিক করার নির্দেশ পালনে সেনা আর পুলিশ সদস্যরা রাস্তায় নামলে প্রতিরোধের মুখে পড়েন। রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় রাস্তা অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর নারীরা। আইন-শৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ছুঁড়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। যানবাহন ভাঙচুর করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে এসময়। এক তরুণ নিহত হলে সংঘর্ষ মনিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।