১০ ফেব্রুয়ারী শুরু হচ্ছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট, ২০২৩
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক মেরিন ড্রাইভ সংলগ্ন শুকতারা পয়েন্টে চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মত উদযাপিত হবে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট, ২০২৩।
শতাধিক বাহারী ফুল, বৃক্ষ,লতা-গুল্মের অপার সৌন্দর্যের ভিড়ে মূল আকর্ষণ থাকবে চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মত ফোটা টিউলিপ ফুল। এছাড়াও এখানে থাকবে কায়াকিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা এবং শিশুদের জন্য কিডস জোন।
ব্যস্ততম নাগরিক জীবন থেকে একটুখানি প্রশান্তি পেতে চট্টগ্রামের নাগরিকদের জন্য এ আয়োজন করেছে জেলা প্রশাসন, চট্টগ্রাম।