সাবেক শিবিরদের নতুন প্ল্যাটফর্ম আসছে, ঘোষণা জুনায়েদের

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ছাত্রদের প্রতিনিধিত্ব দেখা যায় অন্তর্বর্তী সরকারে। এরপর ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে। তবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণার আগেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি পক্ষ ওই দলে না থাকার ঘোষণা দিয়েছিল।তাদের মধ্যে অন্যতম জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

আজ রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এই প্ল্যাটফরমের বিষয়ে ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ। তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শক্তির এই প্ল্যাটফরমের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফরম গঠনের উদ্যোগ নিয়েছি।
৩৬ শে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়া এই প্ল্যাটফরমের লক্ষ্য বলে জানিয়েছেন আলী আহসনান। তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদীব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।’জাতীয় নাগরিক কমিটির এই নেতা আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব।’

সবাইকে এই প্ল্যাটফরমে আহ্বান জানিয়ে জুনায়েদ বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই।

এই প্ল্যাটফরম থেকে পরবর্তীতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button