বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসুর) আয়োজনে ক্যারিয়ার নিয়ে ভাবনা শীর্ষক সেমিনার

আজ বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসুর) আয়োজনে ক্যারিয়ার নিয়ে ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সের সম্মানিত কোর্স কো অর্ডিনেটর ডা:সাদ্দাম হোসেন।

সেমিনার টিতে ফিজিওথেরাপি ক্যারিয়ার, উচ্চতর ডিগ্রীর ব্যবস্থা, চাকরি, স্বাস্থ্য সেবা, এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন জানতে চাওয়া প্রশ্নের সমাধান দেওয়া হয়।

বাপসুর কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তৌহিসের সঞ্চালনায় কোর আনে কারীম থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় বাপসুর শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সা’দ, সেখানে আরও উপস্থিত ছিলেন কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক নাহিদা নিতু
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক মতবিনিময়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে সেমিনারটি সম্পন্ন হয়। সেমিনার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আউটলাইন বের হয়ে আসে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত কার্যকরী ও সহায়ক ভূমিকা পালন করবে বলে জানায় শিক্ষার্থীরা, একই সাথে তারা ভবিষ্যতে নিজেদের আদর্শ ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button