ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে নগরীর চাষাড়া গোল চত্বর এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষোভকারীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাতে ফিলিস্তিনি জাতীয় পতাকা এবং ইসরাইল বিরোধী বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। একই সঙ্গে ইসরাইলী সকল পণ্য বয়কটের আহবান জানান বিক্ষোভকারীরা।

এসময় বক্তারা বলেন, ‘ইসরায়েলি বাহিনী ঘুমন্ত শিশুদের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে হত্যা করছে৷ ফিলিস্তিনীদের ওপর বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। একই সঙ্গে এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের নিস্ক্রীয়তা নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েলি বাহিনীর এই গণহত্যা বন্ধ না হলে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button