প্রবাসীদের ভোট দেওয়া খুব সহজ নয়: সিইসি

প্রবাসীদের ভোট দেওয়া খুব সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিরউদ্দীন। তিনি জানিয়েছেন, অনেক প্রবাসীই ভোট দেওয়া সুযোগ চাইছেন। তাদের ভোটের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানান সিইসি।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা করেন সিইসি।

বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিদেশি দাতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button