বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়া জয় দিয়ে শুরু বাংলাদেশের

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়া জয় দিয়ে শুরু বাংলাদেশের। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮ ওভার ৫ বলে ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে আইরিশ নারীদের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

আজ লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই।

 

 

তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয় বাংলাদেশ। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন ফারজানা।

বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার সুলতানা ও শারমিন। তাতেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে আউট হন নিগার সুলতানা, তার ঠিক আগে ৮০ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। ৭৯ বলে সেঞ্চুরি করে প্রথম নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।

এর আগে বাংলাদেশের দলীয় সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রানের। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

 

 

আজ টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভার বলে ৫ দলীয় ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন ও জান্নাতুলি ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button