‘বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখ’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই প্রত্যেককে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এ উৎসবে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। পরে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার সেনাবাহিনী তা করবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সব কিছু করতে প্রস্তুত সেনাবাহিনী। মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহবান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button