মেয়র আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর সিটির মেয়র মোস্তফা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার সহধর্মিনীকে সাথে নিয়ে নগরভবনে আসেন।

এই সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রংপুরের মেয়রকে নগরভবন ঘুরে দেখান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন। পরে তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজে বসেন।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, পিএ টু মেয়র আবুল হোসেন প্রমুখ।

এরপরে বিকেলে রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান ও তার সহধর্মিনীকে দেওভোগে অবস্থিত শেখ রাসেল নগর পার্ক ও বাবুরাইল খাল ঘুরিয়ে দেখান মেয়র সেলিনা হায়াৎ আইভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *