নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংস্কারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৫ লাখ টাকার অনুদান

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল সহ পুনসংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজে জেলা প্রশাসনকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়। রবিবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন এর কাছে এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি জনাব অবু জাফর এর নেতৃত্বে পরিচালক সোহেল আক্তার, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পরিচালক আব্দুল্লা আল-মামুন উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সর্বদা নগরবাসীর কল্যাণে পাশে থেকেছে, সেই ধারাবাহিকতায় এবারও কর্পোরেট সোসিয়াল রেসপন্সিবিলিটি হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল মেরামত সহ বিভিন্ন সংস্কার ও ঈদগাহের সৌন্দর্য বর্ধন কাজের জন্য অনুদান করা হয়েছে, যাতে আসন্ন ঈদের জামাতে মুসল্লিরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।

নারায়ণগঞ্জ চেম্বার ভবিষ্যতেও ব্যবসায়-বাণিজ্য, শিল্প সম্পসারণ ও ব্যবসায়ীদের জন্য সেবা কার্যক্রম সহ এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে অব্যাহত ভূমিকা রাখবে বলে জানান চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button