১০ দফা দাবীতে ফতুল্লা থানা বিএনপির প্রচারপত্র বিলি ও গণসংযোগ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং বিদুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লা রেলস্টেশন এলাকায় এই প্রচার পত্র বিলি এবং গণসংযোগ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন শিকদার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জসিম, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃআলি ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল নেতা সেলিম, সামিম, জসিম, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফ, হাসান, জীবন, সেচ্ছাসেবক দল নেতা রাসেল প্রমুখ।