চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের জন্মনিবন্ধন আইডি হ্যাক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিকের) ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জন্মনিবন্ধন রেজিস্টার আইডি হ্যাক হয়েছে। এ সময়ে ভুয়া ৮৪টি জন্মনিবন্ধন করে ফেলে হ্যাকাররা।

শনিবার (২১ জানুয়ারি) দৈনিক ন্যায়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের ব্যক্তিগত সচিব মো. সাইফুদ্দীন।

তিনি বলেন, সকালে অফিসে জন্মনিবন্ধনের কাজ করার সময় আইডি হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। তখনও আমরা ১৫টি জন্মনিবন্ধন সম্পন্ন করেছি। কিন্তু হঠাৎ দেখলাম ৯৯টা জন্মনিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। পরে আমরা পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করে আইডি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি।
তিনি বলেন, অতিরিক্ত ৮৪টি জন্মনিবন্ধনের ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এছাড়া থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কাজ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পতেঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবি আক্তার দৈনিক ন্যায়ের আলোকে বলেন, জন্মনিবন্ধন আইডি হ্যাকের বিষয়ে থানায় এখনও অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button