বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর উদ্যোগে পরিচ্ছন্ন হলো পাঠানটুলি স্ট্যান্ড এলাকা
রাকিবুল ইসলাম ইফতি, বার্তা সম্পাদকঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর জেলা সমন্বয়ক এস এম বিজয় এর উপস্থিতিতে, নারায়ণগঞ্জ সদর টিম এর সহ- সমন্বয়ক শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ৬০ এর অধিক সদস্য ও দায়িত্বশীলদের নিয়ে পাঠানটুলি স্ট্যান্ড ও তার আশপাশ পরিচ্ছন্নতার মাধ্যমে নারায়ণগঞ্জে সংগঠনটির ১৭৭ তম পরিচ্ছন্নতার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা উপস্থিত জনগন ও দোকানদারদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন। পরিচ্ছন্নতার কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত পথচারী ও সংগঠনের সদস্যবৃন্দ স্থানীয় ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর (নাসিক) ও নাসিক মেয়র এর সু-দৃষ্টি আকর্ষণ করে। সেই সাথে পাঠানটুলিতে জনগন যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার চর্চা করতে পারে সেইজন্য কিছু সংখ্যক ডাস্টবিন স্থাপন করার দাবী জানান।
উক্ত পরিচ্ছন্নতার কার্যক্রমে শপথ বাক্য পাঠ করান মোঃ আবু সালেহ, অতিরিক্ত সমন্বয়ক বিডি ক্লিন ফরিদপুর।
পরিচ্ছন্ন ইভেন্টে অন্যান্যদের মাঝে অংশ গ্রহণ করেন রুবেল, রফিক, আল আমিন, সঞ্জয় পাল আকাশ, মিলকান সাকীর সানি, বৃষ্টি, মৌসুমি, সীমু, আরাফাত, রুমি বর্মন, ফারদিন, ফাহিম, সকাল,মনিরা, হালিমা, ঈশিকা, হাবীবা, দীঘি, জান্নাত, আব্দুল্লাহ্, আরাফাত, মিজান, সিয়াম সহ অন্যান্য সদস্যরা।
এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলো বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর অতিরিক্ত সমন্বয়ক রাসেল মাহমুদ, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর সহ সমন্বয়ক সাইফুল ইসলাম, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর লজিস্টিক সমন্বয়ক জামান হোসেন হৃদয়, বিডি ক্লিন বন্দরের উপ সমন্বয়ক হাবীবা আক্তার, বিডি ক্লিন বন্দর এর সহ সমন্বয়ক মুন্না।