নারায়ণগঞ্জে দেওভোগ কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) ছয়তলা মার্কেটটির তৃতীয় তলায় অবস্থিত ‘মেসার্স ইফাত মিনি গার্মেন্টস’-এ লাগা এই আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করেই মেসার্স ইফাত মিনি গার্মেন্টসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মিনি গার্মেন্টসের সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক (যেমন সালোয়ার-কামিজ), আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার এবং বৈদ্যুতিক লাইনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই নিজেদের দোকান থেকে মালামাল সরিয়ে নিতে মরিয়া চেষ্টা করেন। তবে, স্বস্তির খবর হলো, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button